বগুড়ায় শিমের ক্ষেত নষ্ট করার অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০ ১২:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।

পূর্ব শত্রুতার জের ধরে বগুড়ার শাজাহানপুরে শিমের ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বামুনিয়া চাঁদবাড়িয়া এলাকায় ওই ঘটনা ঘটে। এই ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সবেদ আলীর ছেলে মিল্লাত হোসেন মিলন জানিয়েছেন, জমি-জমা নিয়ে প্রায় এক বছর যাবত তার এক আত্নীয়ের সাথে বিরোধ চলে আসছিল। সে প্রায়ই নানা রকমের হুমকি দিত। এক পর্যায়ে বৃহস্পতিবার দিবাগত রাতে বামুনিয়া চাঁদ বাড়িয়া মৌজায় থাকা ১০ শতক জমির শিমের ক্ষেতে ঢুকে শিম গাছের গোড়া কেটে দিয়েছে। মাচার অধিকাংশ শিম গাছ মরে গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের।