বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০১৯ ১৫:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৬ বার।

বগুড়ায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে মঙ্গলবার দুপুরে তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডকৃত প্রতিষ্ঠানগুলো হলো- মাটিডালির বিমান মোড় এলাকার মাহাতী হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট, শিবগঞ্জ থানার মহাস্থানের নাসির কটকটি  এবং শাহজাহানপুর থানার সাজাপুর এলাকার নিউ সৌখিন হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট। এসময় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়।

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ঘণ্টার অই অভিযানে সহযোগিতা করেন এপিবিএনের সদস্যরা। অভিযান চলাকালে আদালত অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে মাহাতী হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের মালিক মেজবুর(২৮) রহমানকে ৬ হাজার টাকা, নাসির কটকটির মালিক রফিকুল ইসলামকে(৪০) ৫ হাজার টাকা এবং নিউ সৌখিন হাইওয়ে হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের মালিক একরাম হোসেনকে(৩৮) পণ্যের মোড়ক ব্যবহার না করায় ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।