বেছে বেছে 'দৈত্য' বধ রাজশাহীর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০১৯ ১১:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৭ বার।

তরুণ একঝাঁক স্থানীয় ক্রিকেটার নিয়ে বিপিএলের ষষ্ঠ আসরে গঠিত রাজশাহী কিংসের দল। সেই দলের নেতা বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ সদস্য মেহেদি মিরাজ। কিন্তু আসরে তাদের শুরুটা ভালো হয়নি। তাদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই ব্যাটিং ব্যর্থতা নিয়েই বিপিএলের বড় বড় দলকে হারাচ্ছেন মিরাজরা। বুধবার যেমন অল্পরানের পুঁজি নিয়ে এবারের আসরে অপরাজিত থাকা দল ঢাকাকে ২০ রানে হারাল তারা।

এরআগে মিরাজদের দল মাশরাফির রংপুর রাইডার্সকে হারায়। গেলবারের চ্যাম্পিয়ন রংপুরকে দারুণ বোলিং আক্রমণে কুপোকাত করে দেন মিরাজরা। ম্যাচ শেষে মিরাজের অধিনায়কত্বের প্রশংসা করেন মাশরাফি। এর আগে গেলবারের অন্যতম সফল দল খুলনার বিপক্ষে ঢাকা পর্বের ম্যাচে জয় পায় মিরাজরা। খুলনা গেলবার গ্রুপ পর্বের সেরা তিনে শেষ করে। তবে খুলনার বিপক্ষে সিলেট পর্বে ১২৮ রান তাড়া করতে নেমেও হারে তারা।

এবার ঢাকার বিপক্ষে জয় পেল মিরাজের দল রাজশাহী কিংস। ঢাকা এরআগে এবারের আসরে কোন ম্যাচ হারেনি। রাজশাহী কিংস তাদের সেই স্বাদ দিল। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী অবশ্য বেশি রান তুলতে পারেনি। সৌম্য এবং মুমিনুলকে ছাড়া এ ম্যাচে মাঠে নামে রাজশাহী। তাদের বদলি হিসেবে খেলা মার্শাল আইয়ুব করেন ৩১ বলে ৪৫ রান। আর শাহরিয়ার নাফিস করেন ২৭ বলে ২৫ রান। পরের ব্যাটসম্যানা ব্যর্থ হলে ৬ উইকেটে ১৩৬ রানে থামে রাজশাহী।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ঢাকা। দলের ২৩ রানের মধ্যে জাজই, নারিন এবং আন্দে রাসেল ফিরে যান। এরপর ব্যর্থ হন সাকিব-রনি তালুকদার। ঢাকার হয়ে সর্বোচ্চ ২১ রান করেন নুরুল হাসান। আর কেউ ২০ রানের কোটা পেরোতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ রান নাঈম শেখের ১৮ বলে ১৭।

ঢাকার হয়ে এ ম্যাচে সুনীল নারিন ৪ ওভারে ১৯ রানের খরচায় ৪ উইকেট নেন। এছাড়া সাকিব, রাসের এবং আলিস ইসলাম নেন একটি করে উইকেট। রাজশাহীর হয়ে আরাফাত সানি ৪ ওভারে ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। মেহেদি মিরাজ ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে নেন ২ উইকেট। মুস্তাফিজ নেন ১ উইকেট।