বগুড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে টিম ক্র্যাকড ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দোস্ত আউয়াল
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০১৯ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৭ বার।

বগুড়ায় অভিভাবকসহ ২৫০জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলো টিম ক্র্যাকড ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছসেবী সংগঠন। বুধবার বেলা ১২টায় সদর উপজেলার বালা কৈগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই কম্বল বিতরণ করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।
টিম ক্র্যাকড সংগঠনের (সোস্যাল ওয়েলফেয়ার) পরিচালক ডঃ রকনুজ্জামান সোহাগ পুন্ড্রকথা-কে জানান, তাদের সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্কুলের ক্ষুদে বন্ধুদের শীতের কষ্ট লাঘব করার জন্য চলতি শীতেই দ্বিতীয়বারের মত তারা শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করলো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আশরাফ আলী, ইউপি সদস্য ফেরদৌস আলম, টিম ক্র্যাকড ফাউন্ডেশনের সমন্বয়ক পল্লব ঘোষ, সহকারী পরিচালক রহমান বাবু ও আব্দুল আউয়াল।