ভাঙ্গায় কুকুরের কামড়ে ১ দিনে আহত ২৪

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০১৯ ১৩:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭০ বার।

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় একটি পাগলা কুকুরের কামড়ে একদিনে ২৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত কোটপাড় ও বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার বিষয়টি জানাজানি হলে পৌরবাসীর মধ্যে কুকুর আতংকে বিরাজ করছে। আহতদের মধ্যে ১৯ জন ভাঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে সাদা রংঙের একটি কুকুর কোটপাড় এলাকায় হঠাৎ করে মানুষকে পিছন থেকে কামড় দিয়ে ধরে রাখে। এভাবে প্রায় ১০ জনকে কামড় দেয়ার পর এলাকাবাসী কুকুরটি মারার চেষ্টা করে। এরপর কুকুরটি পালিয়ে ভাঙ্গা বাজার এসে বিভিন্ন শ্রেণির ১৪ জনকে কামড় দিয়ে আহত করে।

ভাঙ্গা পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন জানান, আগে কুকুর মারা হতো। এখন কুকুর মারার ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় কোনো পদক্ষেপ নিতে পারি নাই।

ব্যাপারে ভাঙ্গা হাসপাতালের কর্মকর্তা (টিএইচএ) ডা. আবুল হাসেম জানান, কুকুরের কামড়ে আহত ১৯ জনকে চিকিৎসা নিয়েছেন। কিন্ত হাসপাতালে কোনো ভ্যাকসিন নেই। ইনজেকশনের নাম লিখে দিলে রোগীরা বাহির থেকে কিনে আনেন।

খবর যুগান্তর অনলাইন