বগুড়ার রেল কর্মকর্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেঞ্জুরুলের স্মরণ সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ ১৩:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭২ বার।

বগুড়া রেলওয়ে স্টেশনের সাবেক স্টেশন মাস্টার ও বগুড়া পদাতিক সাংস্কৃতিক সংগঠনের প্রয়াত সভাপতি বেঞ্জুরুল ইসলাম প্রদীপ এর স্মরণ সভা ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া পদাতিকের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন  আইনজীবী আমির হোসেন। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সহ সভাপতি আতকিুর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, ডা: সামির হোসেন মিশু, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, উচ্চারণ একাডেমির পরিচালক এড পলাশ খন্দকার, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সাধারণ সম্পাদক লিপি প্রধান, সংগঠনের পক্ষে এড: আব্দুস সাত্তার বুলবুল, কেয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া পদাতিক এর সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক। দোয়া পরিচালনা করেন ছাদেকুর রহমান ছানু। স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত সভাপতি বেঞ্জুরুল ইসলাম ছিলেন একজন সৎ সাংস্কৃতিক কর্মী। তিনি একধারে যেমন যাত্রা অভিনয়ে ও সঙ্গিতে পারদর্শি ছিলেন তেমনি উত্তরাঞ্চলে গম্ভিরা পালাগানের ছিল জনপ্রিয় নানা চরিত্রের অভিনেতা। তিনি সবসময় মানুষের সাথে ভাল আচরণ করতেন। সাংস্কৃতিক সংগঠক ছাড়াও তিনি বাংলাদেশ রেলয়ে বিভাগের একজন জেলার কর্মকর্তা ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর হৃদরোগ ও কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।