বগুড়ায় আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির প্রস্তুতিমূলক সভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ ১৪:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

বগুড়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কামারগাড়ী সংগঠন কার্যালয়ে আমাগী ১০ডিসেম্বর বিশ^ মানবাধিকার দিবস সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোছা. স্বপনা চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, এই সংগঠন সমাজের দরিদ্র, অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমরা মানুষের কল্যানে, সমাজের উন্নয়নে কাজ করে যাবো। আগামী দিনে সকলের সহযোগিতায় এই সংগঠন মাদকমুক্ত সমাজ গঠনে এবং সমাজের বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা করে যাবে। সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোজ্জামেল হক শিমুল, তাজুল ইসলাম, উপদেষ্টা মির্জা জাকির হোসেন, শফি মিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন পাপ্পু, ওয়াজির হোসেন তাবিব (সনি), সাংগঠনিক সম্পাদক আফরোজ জাহান পাপ্পী, দপ্তর সম্পাদক সাহেরা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা হক, আইন বিষয়ক সম্পাদক লাকি আক্তার, তথ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সদস্য রাবেয়া খাতুন, মুক্তার হোসেন প্রমুখ।