শান্তিতে বিশ্বাসী প্রত্যেককেই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে -আমিনুল ইসলাম ডাবলু

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ ১৪:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩ বার।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, শান্তিতে বিশ্বাসী প্রত্যেককেই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। মনে প্রাণে ইসলাম ধারনকারীর পক্ষে কোন অন্যায় অবিচার করা সম্ভব নয়। আমাদের নৈতিক শিক্ষার ভিত শক্তিশালী করার বিকল্প নাই। ইসলাম পরিপূর্ন জীবন বিধান। ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই সকলের অফুরন্ত কল্যাণ ও সফলতা নিহিত রয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশের অগ্রগতির ধারা অব্যহত রাখতে হবে। আগামী প্রজন্মকে রক্ষায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান। শুক্রবার বিকালে বগুড়া সদরের গোকুল মধ্যপাড়া বায়তুন নুর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। মসজিদ কমিটির সভাপতি সমাজ সেবক আলহাজ্ব রেজাউল করিম রঞ্জুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মেহবুব রহমান মিতুর সঞ্চালনায় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, ব্যাংক এশিয়া বগুড়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বন্দে আলী রতন।উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুর রহমান রহিম,মোসলেম উদ্দিন বাবু, নুরুল ইসলাম ঠান্ডা, আজিজুর রহমান মাষ্টার, আলহাজ্ব খায়রুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তারেক বিন আজিজ, মোখলোছার রহমান,  বাদল মিয়া, মাওঃ মোঃ তাজুল ইসলাম, ডাঃ লিটন, আব্দুর রশিদ আজম, ধলু মিয়া, আতিকুর রহমান মিলন মাষ্টার, সাবেক শিক্ষা কর্মকর্তা আজিজুল হক  দুলা, বদরুল ইসলাম, আজাহার আলী,মাসুদ রানা,  হাফেজ আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক, নয়ন,আবু সাইদ, আব্দুর  রউফ, আব্দুর রশিদ,শামিম আহম্মেদ, মিসফাকুর রহমান উজ্জল, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল, জেলা যুবলীগ নেতা আরিফুল ইসলাম, সাব্বির আহম্মেদ স্মরন, ইমরান রনি, রাকিবুল ইসলাম রাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও মুসল্লীবৃন্দ। দোয়া পরিচালনা করেন গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব  আলহাজ্ব মাওঃ মোঃ আমিনুর রহমান।