বগুড়ায় নতুন শনাক্ত ৫২, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ ০৫:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৯ বার।

বগুড়ায়  গত ২৪ ঘন্টায় ২০৪টি নমুনার ফলাফলে নতুন করে ৫২জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫দশমিক ৪৯শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম ছলিমুদ্দিন(৫৫)। তিনি শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। শুক্রবার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এছাড়া নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে সদর ৪২, শেরপুর ৫, নন্দীগ্রাম ২, শিবগঞ্জ, আদমদিঘী ও দুপচাঁচিয়ায় একজন করে। 

শনিবার দুপুুর পৌণে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ৪ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৪৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১৬টি নমুনা ৬জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ১৩জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ১৭২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১৩জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬২৮জন।