শুভর পর তাসকিন চূড়ান্ত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারী ২০১৯ ১৩:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৩ বার।

পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি ‘ঢাকা অ্যাটাক’ এ অভিনয় করে আলোচনায় চলে এসেছিলেন তাসকিন রহমান। এই ছবির মাধ্যমেই ঢাকাই ছবির দর্শকদের কাছে পরিচিত হন তিনি। খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ঢাকা অ্যাটক টিমই নির্মাণ করছে নতুন ছবি ‘মিশন এক্সট্রিম’। এতে নায়ক হিসেবে কদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এবার চূড়ান্ত করা হলো তাসকিনকেও। 

 

‘মিশন এক্সট্রিম’ ছবিতে প্রধান খলনায়ক  চরিত্রে অভিনয় করবেন তাসকিন।  সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা 'কপ ক্রিয়েশন’ কর্তৃপক্ষের তাকে চুক্তিবদ্ধ করেছেন বলে জানিয়েছেন। এ বছরের মার্চ মাস থেকে সিনেমাটির স্যুটিং কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে। 

 

চুক্তিবদ্ধ হওয়ার পর তাসকিন বলেন, ‘ঢাকা অ্যাটাক’র পর আবারও খল-চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি বেশ আনন্দের। আমি সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। বর্তমানে নতুন সিনেমার জন্য নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছি। দারুণ একটি জার্নি আমার জন্য অপেক্ষা করছি’ 

তাসকিন রহমান

 

এটি হবে বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। তাসকিন রহমানকে এই সিনেমাতে একটি ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। তাকে এই চরিত্রের জন্য  প্রস্তুত করার লক্ষ্যে কয়েক সপ্তাহব্যাপী মনস্তাত্ত্বিক এবং শারীরিক প্রশিক্ষণ প্রদান করা হবে। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মত এই সিনেমাতেও তাকে খলনায়ক চরিত্রে দেখা গেলেও এবারের চরিত্রটি অনেক বেশী চ্যালেঞ্জিং। 

 

সিনেমার কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ’সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর কয়েকটি অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির কাহিনীকার সানী সানোয়ার (পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ) স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য। তিনি তার পেশাগত (বাস্তব) জীবনের কিছু অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার কাহিনী লিখেছেন। সিনেমাটিতে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার যথাযথভাবে প্রতিফলন ঘটবে বলে জানান সানী সানোয়ার। 

 

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ’ঢাকা অ্যাটাক’-এর কাহিনীকারও ছিলেন তিনি। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হয় এবং সবশ্রেণীর দর্শক কর্তৃক নন্দিত হয়। আর, ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’টিমের দ্বিতীয় সিনেমা। ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ’ঢাকা অ্যাটাক’ সিনেমায় প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হবে।