সরকারি আজিজুল হক কলেজে তীরের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০১৯ ১৪:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৯৮ বার।

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন “টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্টাল রির্সাচের” (তীর) আয়োজনে 'পরিচ্ছন্ন ক্যাম্পাস' শিরেনামে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে পরিষ্কা-পরিছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার সকালে ওই অভিযানের উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক।

 

পরিষ্কার -পরিচ্ছনতা অভিযান নিয়ে  তীরের সভাপতি আরাফাত রহমান এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, 'তীর দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সবার মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া ও পরিবেশ রক্ষায় উৎসাহ বৃদ্ধি করার মাধ্যমে ক্রমবর্ধমান পরিবেশ দুষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করা সম্ভব। আর এরজন্য সকল শেণির মানুষকে এগিয়ে আসতে হবে।'

 

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের  উপদেষ্টা মোখলেছুর রহমান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহাজাহান আলী, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ সাধারণ শিক্ষার্থীরা।

 

 “পরিচ্ছন্ন ক্যাম্পাস” শিরোনামের সংগঠনের কর্মীরা ওই অভিযানে সরকারি আজিজুল হক কলেজে প্রায় ৪০ বস্তা ময়লা-আর্বজনা ও কাগজ কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন।