বগুড়ার তালোড়ায় শিক্ষার্থীদের নিয়ে আরসিএ'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দোস্ত আউয়াল
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০১৯ ১৫:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪২২ বার।

অলাভজনক প্রতিষ্ঠান ‘রিহ্যাবিলিটেশন ফর অ্যাবিউজড্ চাইল্ড’-আরএসি এর  উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বগুড়ার তালোড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে ওই ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় ঘাসফড়িং আর্ট স্কুল  ও  আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবক্দের চিকিৎসা বিষয়ক পরামর্শ দেওয়া হয়। ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডলের সভাপতিত্বে ইমারজেন্সী মেডিকেল অফিসার ডাঃ নুরুন নবী চিকিৎসা সেবা প্রদান করেন।  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান শেষে ৭ম শ্রেণির ছাত্র জুবায়ের হাসান জানায়, আমিও বড় হয়ে এরকম মানুষের সেবা করতে চাই। ওই শ্রেণির আরেক ছাত্র বিচিত্র বাবু সরকার জানায়, আমরা এখানে যেভাবে সেবা পাচ্ছি ভবিষ্যতে বড় হয়ে আমিও এরকম সেবা করতে চাই।  ৮ম শ্রেণির ছাত্রী হাফসা রহমান জানায়, আমার অনেক ভালো লেগেছে এরকম প্রোগ্রাম।

 
আরএসি এর পরিচালক সাজিয়া আফরিন সোমা জানান, আরএসি মূলত সুবিধা বঞ্চিত, নির্যাতিত এবং অসহায় শিশুদের নিয়ে কাজ করে। এছাড়াও শিশুদের স্বাস্থ্য সেবার উন্নয়নের কথা মাথায় রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।