তুরস্কের নির্বাচনে ভোট দেবে ৫৩ হাজার সিরীয়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারী ২০১৯ ০৫:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

এ বছর তুরস্কের স্থানীয় নির্বাচনে ৫৩ হাজার সিরীয় ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী মার্চে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলেমান সোয়লু বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে তুরস্কে আশ্রয় নেয়া যে ৫৩ হাজার ৯৯ জনকে নাগরিকত্ব দেয়া হয়ে, তারাই কেবল ভোট দিতে পারবেন। খবর আনাদোলুর।

দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মারদিনের স্থানীয় নির্বাচন নিয়ে শনিবার এক আলোচনা সভায় সোলেমান সোয়লু এ কথা বলেন।