ট্রাম্প-ইমরানের বন্ধুত্ব হতে পারে: গ্রাহাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারী ২০১৯ ০৭:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন দেশটির সিনেটর লিন্ডসে গ্রাহাম।এ সময় ইমরান খানকে পরিবর্তনের অগ্রদূত আখ্যায়িত করেন মার্কিন সিনেটের প্রভাবশালী রিপাবলিকান সদস্য গ্রাহাম।

এর আগে পাকিস্তানি নেতার সঙ্গে ইসলামাবাদে বৈঠকে বসেন তিনি। গ্রাহাম বলেন, ইমরান খান আমাদের নতুন অংশীদার। আফগানিস্তানের সম্ভাব্য শান্তি চুক্তিতে তিনি আমাদের সহায়তা করতে পারবেন।

‘ট্রাম্পকে আমি বলব- যতটা বাস্তবসম্মত উপায়ে সম্ভব ইমরানের সঙ্গে বসুন,’ বললেন গ্রাহাম।মার্কিন প্রেসিডেন্টের এ ঘনিষ্ঠ মিত্র বলেন, ট্রাম্প ও ইমরানের মধ্যে বন্ধুত্ব হতে পারে। কারণ তাদের ব্যক্তিত্ব প্রায় একই রকম।

গ্রাহাম জানান, প্রধানমন্ত্রী ইমরান খান পরিবর্তনের একজন অগ্রদূত। আমি এতদিন ধরে তাকেই খুঁজছিলাম।

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের তিক্ততা চলছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, পাকিস্তান তালেবানের ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে কিংবা তাদের সহায়তা করছে।

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিচারিতারও অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর অভিযোগ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তান ন্যূনতম কিছু করেনি।