দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২১ জানুয়ারী ২০১৯ ০৭:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২২ বার।

চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে বগুড়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে সভাপতিত্ব করেন সদর কমিটির সভাপতি আব্দুস সাত্তার তারা।
 

দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-সংগঠনের জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় কমটির সদস্য আমিনুল ফরিদ, সদস্য হাসান আলী শেখ, মতিয়ার রহমান, সদর কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য সন্তোষ কুমার পাল, যুবনেতা সাজেদুর রহমান, শাহনেওয়াজ খান পাপ্পু এবং ছাত্রনেতা নাদিম মাহমুদ।
 

বক্তারা বলেন, ‘দুর্নীতি বাজ-মজুদদার-ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি কমাতে হবে এবং রেশনিংসহ গণ বণ্টন ব্যবস্থা চালু করতে হবে।'