বগুড়ায় রথযাত্রা অনুষ্ঠিত

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ১৪ জুলাই ২০১৮ ১৫:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩২ বার।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ বগুড়াতেও আয়োজন করা হয় শনিবার। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা স্মরণে প্রতি বছর এই রথযাত্রার আয়োজন করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে বগুড়ায় রথযাত্রার এই উৎসব চলবে উল্টো রথযাত্রা পর্যন্ত টানা নয়দিন। আয়োজকরা জানিয়েছেন, এবার ২২ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে শহরের সেউজগাড়ি ইসকন কার্যালয় থেকে রথযাত্রার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। এতে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। রথটি পরে শহরের কেন্দ্রস্থল সাতমাথা হয়ে কালিতলা এবং পরে সেখান থেকে পুলিশ লাইন্সের পাশে শিব মন্দিরে শেষ হয়। আগামী ২২ জুলাই উল্টো রথযাত্রা শুরুর আগ পর্যন্ত রথযাত্রার মূল উৎসব এই শিব মন্দিরেই পালিত হবে। সনাতন ধর্ম বিশ্বাসীদের মতে, এই রথে থাকেন শ্রীকৃষ্ণ ,সুভদ্রা এবং বলরাম-যাদের দেহ খর্বাকৃতি । তাদের বিশ্বাস রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথ দেবের দর্শন করলে আর পুনর্জন্ম হয় না । রথের দড়ি ভক্তিসহকারে টানা সনাতন ধর্মে মহাপূণ্যের স্বীকৃতি দেয়া আছে।

এবার রথযাত্রা শুরুর আগে ইসকন কার্যালয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেবের সভাপতিত্বে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাংসদ নুরুল ইসলাম ওমর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক, বেসরকারি সংগঠন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বিশিষ্ট সাংবাদিক ফারুখ ফয়সাল, বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।

বক্তারা বলেন,  প্রত্যেক ধর্মের মানুষ যদি সৎ হয় তাহলে বিশ্বে কোনো অধর্ম এবং অশান্তি থাকবে না। সবাই কে সত্যিকারের ধার্মিক হতে হবে। আর সবার মধ্যে যদি প্রকৃত ধর্মীয় জ্ঞান থাকে তাহলেই দেশের উন্নয়ন সম্ভব।