টিএমএসএস কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফ‘র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২১ জানুয়ারী ২০১৯ ১২:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৯ বার।

দুই দিনব্যাপী টিএমএসএস এর কার্যক্রম পরিদর্শনে সোমবার বগুড়ায় এসেছেন পিকেএসএফ‘র চেয়ারম্যান প্রখ্যাত গবেষক আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও জলবায়ূ বিজ্ঞানী ড. কাজী খলীকুজ্জমান এবং পিকেএসএফ‘র ব্যবস্থাপনা পরিচালক, সাবেক স্বরাষ্ট্র সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব  আব্দুল করিমসহ পিকেএসএফ‘র উর্ধ্বতন কর্মকর্তাগণ। 
 

অতিথিরা মম ইনে আসলে টিএমএসএস‘র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকালে অতিথিবৃন্দ মম ইন বিনোদন পার্কে টিএমএসএস এর অর্থায়নে উদ্যোক্তাদের উৎপাদিত সামগ্রীর স্টল,উজ্জিবীত,পিএসিই প্রকল্প, বিসিএল স্টল, টিএমএসএস হ্যান্ডিক্রাফটস, উৎপাদন ফুডস স্টল পরিদর্শন করেন। এ ছাড়াও টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ব্যাডমিন্টন, রশি খেলা,পিচ্ছিল কলা গাছে উঠা,ব্যাঙের দৌড়,মোরগ লড়াই,লাঠি খেলা উপভোগ করেন।

সন্ধ্যায় দেশের গান, কবিতাআবৃত্তি, মাদক, যৌতুক, বাল্যবিবাহ বিরোধী নাটিকা,দেশীয় নৃত্য, প্রতিবন্ধীদের সংগীত পরিবেশনা দেখেন। এর পর অতিথিবৃন্দ টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশী ছাত্র-ছাত্রীদের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন।এ সময় টিএমএসএস‘র উপ-নির্বাহী পরিচালক,পরিচালক,বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পিকেএসএফ কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গলবার তাঁরা টিএমএসএস এর মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম, বহুমূখী কৃষি খামার, পুন্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন।