বালিকাদের সাহস যোগালেন ওসি !

আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট (বগুড়া)
প্রকাশ: ২১ জানুয়ারী ২০১৯ ১৩:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৪৯ বার।

বাল্য বিয়ে ও যৌন হয়রানী প্রতিরোধে বালিকাদের সাহস যোগালেন বগুড়ার ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন। সোমবার বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বাল্য বিয়ে প্রতিরোধ ও যৌন হয়রানী মোকাবেলায় শিক্ষার্থীদের নানা কৌশল শেখান। 

 

ওসি ইসমাইল হোসেন বলেন, সময় এখন নারীর এগিয়ে চলার। নারীর উন্নয়নের অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা বাল্য বিয়ে ও যৌন হয়রানী। বাল্য বিয়ে ও যৌণ হয়রানীর কারনে মেধা বিকাশের আগেই কন্যা শিশুরা ঝড়ে পরে। 

 

বাল্য বিয়ে প্রতিরোধে কন্যা শিশুদেরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বলেন, নিজের বা সহপাঠির বাল্য বিয়ে প্রতিরোধে স্কুলের শিক্ষকদের অবগত করতে হবে। প্রয়োজনে প্রশাসনের সহযোগীতা নিতে হবে।

 

এসময় শিক্ষার্থীদের থানার অফিসার্স ইনচার্জের সরকারী মোবাইল ফোন নাম্বার দিয়ে তিনি বলেন, বাল্য বিয়ে বা যৌণ হয়রানীর মোকাবেলায় পুলিশের সহযোগীতার জন্য তোমরা এই নাম্বারে ফোন করবে। যৌন হয়রানীর শিকার হলে স্থানীয় লোকজনের সহযোগীতা নিয়ে তা প্রতিরোধ করার পরামর্শ দেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের নিজেদের এলাকায় যে কোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্যদিয়ে পুলিশকে সহযোগীতা করার অনুরোধ জানান। 

 

বক্তৃতাকালে ওসি ইসমাইল হোসেন কবি কার্তিক ঘোষের ‘তুমিও বলবে’ কবিতা পাঠ করে বলেন, শুধু পরীক্ষার ভাল ফল প্রত্যাশা করলে চলবে না, বিশুদ্ধ মানুষ হতে হবে। লেখাপড়ার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। 

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ, ধুনট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জিয়াউল হক, প্রভাষক আনিছুর রহমান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা এবং সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন বক্তব্য দেন। পরে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।