চুল ভেঙে গেলে কী করবেন?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারী ২০১৯ ০৬:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১০ বার।

চুল ভেঙে যাওয়ার সমস্যা নারী-পুরুষ সবার ক্ষেত্রেই হতে পারে।চুল ভেঙে গেলে চুল কমতে থাকে।চুল ভাঙা ও চুলের আগাফাটা দুটোই চুলের জন্য সমস্যা।আপনার চুল যদি ভেঙে যায় তবে সৌন্দর্য নষ্ট হয়।চুল ভাঙার সঙ্গে সঙ্গে আপনার চুল পড়াও শুরু হতে পারে।

চুল পড়া বা ভেঙে যাওয়া সবার জন্য বিব্রতকর। যার মাথায় টাক পড়ে তিনিই কেবল বোঝেন চুলের মর্ম। প্রতিদিন ভেঙে ঝরে যাচ্ছে আপনার চুল।অনেক কিছু করেও হয়তো চুল পড়া ও ভেঙে যাওয়া বন্ধ করতে পারছেন না।

চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে খুশকি অনেক বড় সমস্যা।অতিরিক্ত চুল ঝরা বা ভেঙে যাওয়া, রুক্ষতাসহ স্ক্যাল্প ইনফেকশন জন্য বেশিরভাগ ক্ষেত্রে খুশকিই দায়ী।

তবে চুল ঝরা ও ভেঙে বিশেষ করে টাক পড়া রোধে নানাবিধ ওষুধ ও চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো কাজে আসছে না।

 

আসুন জেনে নেই চুল ভেঙে যাওয়া রোধ করতে কী করবেন?

মাখন

চুলের যত্নে মাখন ব্যবহার করতে পারেন। শুকনো চুলে মাখন ম্যাসাজ কারার পর আধাঘণ্টা চুল ঢেকে রাখুন শাওয়ার ক্যাপ দিয়ে। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ

চুলের যত্নে অলিভ অয়েলের জুড়ি নেই। অলিভ অয়েল আপনার চুল ভেঙে যাওয়া রোধ করবে।অলিভ অয়েল সহনীয় পর্যায়ে গরম করে আগা থেকে গোড়া পর্যন্ত চুলে লাগান।এরপর গরম তোয়ালে মুড়ে মাথা ঢেকে নিন। ৪৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

আপেল সিডার, অলিভ অয়েল ও ডিম

৩টি ডিম সাদা অংশ,১ চা চামচ আপেল সিডার ভিনেগার ও ২ টেবিল চামচ অলিভ একটি বাটিতে নিয়ে ভালোভাবে মেশান।এরপর চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করুন।

এছাড়া ভেজা চুল আঁচড়াবেন না ও চুল জোরে জোরে মুছবেন না।চুল ভিজলে চুলে গোড়া নরম হয়ে যায়।এ সময় চুলে অতিরিক্ত চাপ দিয়ে কিছু করতে গেলে চুল ঝরে বেশি।