ধুনটের সোনাহাটায় বহুতল বিশিষ্ট বিপণী বিতানের নির্মাণ কাজের উদ্বোধন

গ্রামের মানুষের হাত ধরেই গ্রামগুলো একদিন শহরে পরিণত হবে: সাংসদ হাবিব

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারী ২০১৯ ১০:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহবান জানিয়েছেন বগুড়া-৫ আসনে আওয়ামী লীগ দলীয় সাংসদ হাবিবর রহমান। তিনি বলেন, ‘গ্রামের মানুষের হাত ধরেই গ্রামগুলো একদিন শহরে পরিণত হবে।’ মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকা বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা গ্রামে ‘হক কমপ্লেক্স’ নামে একটি বহুতল বিশিষ্ট বিপণী বিতানের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। একই গ্রামের এনামুলক হক আকন্দ ওই বিপনী বিতাণ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

সাংসদ হাবিবর রহমান জনতার উদ্দেশ্যে বলেন, ‘উন্নয়নের স্বার্থে ভোট দিয়ে যেভাবে সরকারের ধারাবাহিকতা রক্ষা করেছেন। তেমনি উন্নয়ন কর্মকান্ডে নিজেদের অংশ গ্রহণ বাড়াতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যদিয়ে প্রতিটি গ্রামের উন্নয়ন করতে হবে।’ 
বিপনী বিতাণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীন নাহার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, আব্দুল ছালাম, কুদরত-ই খুদা জুয়েল, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদৌলা রিপন, আ.লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, প্রভাষক সিরাজুল হক লিটন, শাহাদৎ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ধুনট পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ পাখী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিদুল ইসলাম কোয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইবনে সাউদ ও সাধারণ সম্পাদক আল ইমরান উপস্থিত ছিলেন।