বগুড়ায় আ.হক কলেজে ভ্রাম্যমাণ বই মেলা শুরু

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ১৫ জুলাই ২০১৮ ১৩:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮০ বার।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভ্রাম্যমাণ বই মেলা শুরু হয়েছে। রোববার সকালে কলেজের নতুন ভবন ক্যাম্পাসের বটতলার পাশে আলোঘর প্রকাশনা এবং দিশা নামে দু’টি প্রতিষ্ঠান যৌথভাবে ব্যতিক্রমী এই বই মেলার আয়োজন করেছে। ‘প্রতিদিন বই মেলা, প্রতিজনে একটি বই’- এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত বই মেলা সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
মূলত বিখ্যাত ব্যক্তিদের জীবনীগ্রন্থ,সাইন্সফিকশন, ননফিকশন এবং গণিত অলিম্পিয়াডের বিভিন্ন বই নিয়ে সাজানো হয়েছে এই বইমেলা। প্রথম দিন অনেক শিক্ষার্থীর প্রিয় লেখকের বই কিনতে দেখা যায় সেখানে। ভ্রাম্যমাণ বইমেলা প্রসঙ্গে শিক্ষার্থীরা জানান- সাধারণত ফেব্রুারি মাসে বইমেলা হয়। সেদিক থেকে ভ্রাম্যমাণ বইমেলা ব্যতিক্রম। এতে কিছুটা হলেও তাদের পড়ার চাহিদা মেটাবে।
আয়োজকরা জানিয়েছেন, ২০১৭ সালের মার্চ মাস থেকে তারা সারাদেশে তাদের ভ্রাম্যমাণ বই মেলা কার্যক্রম শুরু করেছেন। এর আগে পনেরটি জেলায় স্কুল এবং কলেজ ক্যাম্পাসে এ ধরনের মেলা করা হয়েছে। তারা জানান, আয়োজন ৬৪ টি জেলাতেই অনুষ্ঠিত হবে। সবার মাঝে জ্ঞানের আলো এবং প্রকৃত পাঠকদের হাতে সারা বছর বই তুলে দেয়াই তাদের লক্ষ্য।