বগুড়ায় ৫ লক্ষাধিক ভারতীয় ঔষধসহ ৩জন আটক

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২২ জানুয়ারী ২০১৯ ১৪:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৯ বার।

বগুড়ায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৫ লক্ষাধিক ভারতীয় ঔষধসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি অপারেশনাল টিম। মঙ্গলবার সদরের বারপুর সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-অশিষ সাহা (৪০), লেবু মহন্ত (৪৫) ও শাহীন আলম (৩৮)।
এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ পরিদর্শক তারিকুল ইসলামের নেতৃত্বে এপিবিএন সদস্যদের একটি দল ওই দিন শহরের বারপুর এলাকায় ৭ ঘন্টাব্যাপী চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অবৈধ ভারতীয় ঔষধসহ ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আশিষ সাহা মাটিডালী এলাকার মৃত সন্তোষ শাহার পুত্র। অপরদিকে লেবু মহন্তের বাড়ী শিবগঞ্জ থানার উথুলী শাহপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত প্রভাত মহন্ত এবং শাহী আলম একই থানার বড় বাজার গ্রামের মনতাজের পুত্র। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।