বিশ্ব ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০১৯ ১১:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকার টঙ্গিতে তুরাগ নদীর তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে এবারের ইজতেমা দুই দফায় নয়, একবারই অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ইজতেমার বিবদমান উভয় পক্ষের মুরব্বিরাও উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠক শেষে তিনি জানান, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিবাদ মিটে গেছে। দুই পক্ষই ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা করতে সম্মত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে তাবলিগের শুরা সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসেকুল ইসলাম এবং দেওবন্দপন্থিদের মধ্যে শুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ।

দুই পক্ষের বিরোধ মীমাংসায় সমন্বয়কারীর ভূমিকা পালন করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম।খবর সমকাল অনলাইন