টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে জিংক সমৃদ্ধ ধানের প্রশিক্ষণ

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০১৯ ১২:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৮ বার।

টিএমএসএস এর বাস্তবায়নে ও হারভেস্ট প্লাসের সহযোগীতায় বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবলে স্থানীয় কৃষকদের জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর বৈশিষ্ট, উপকারিতা, চাষাবাদ ও কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ বছর বোরো মৌসমে বগুড়া,জয়পুরহাট ও গাইকান্ধা জেলার ৮ টি ভেন্যুতে ২৫জন করে ২০০জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
 

কৃষকদের মাঝে দেওয়া ওই প্রশিক্ষণে  প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহম্মেদ। আরও বক্তব্য রাখেন টিএমএসএস প্রোগ্রাম সেক্টর প্রধান ও পরিচালক জাকির হোসেন,হারভেস্ট প্লাস প্রতিনিধি  জাকিউল হাসান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস এর জোনাল ম্যানেজার  মাহবুবুর রহমান মিঠু।
 

দেশকে পুষ্টিতে স্বয়ং সম্পূর্ণ করতেই এই ধান আবিষ্কার করা হয়েছে। জিংক মানুষের শরীরের জন্য অত্যাবশ্যক জরুরী একটি অনুপুষ্টি উপাদান। জিংকের অভাবে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শারিরীক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়। এই ধানের ভাত খেলে মানুষের শরীরে জিংকের অভাব পূরুন হয়। এই ধানের বিঘা প্রতি ফলন হয় ২৬ থেকে ২৮ মণ।