ভারতের এ্যাপোলো হসপিটালের ডাক্তারদের সঙ্গে টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের সেমিনার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০১৯ ১২:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২১ বার।

ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে বৃহস্পতিবার ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়।
টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) আয়োজিত “রিসেন্ট এ্যাডভানসেস ইন অর্থোপেডিক সায়েন্সেস” ও “রিসেন্ট এ্যাডভানসেস ইন পেডিয়াট্রিক অর্থোপেডিক্স” শীর্ষক উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের চেন্নাই এ্যাপোলো হসপিটালের বিশেষজ্ঞ ডাঃ রুথিরা মূর্তি শংকর। তিনি মাল্টি মিডিয়া প্রেজেনটেশনের মাধ্যমে পেডিয়াট্রিক অর্থোপেডিক্সের সমস্যা ও তার সমাধানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। রিসেন্ট এ্যাডভানসেস ইন অর্থোপেডিক্স সায়েন্স বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে রোগ ও সমাধান বিষয়ে তুলে ধরেন চেন্নাই এ্যাপোলো হসপিটালের বিশেষজ্ঞ ডাঃ কোরনাড পি কোশিগান। সেমিনারে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ আব্দুস শুকুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা প্রফেসর ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। সেমিনারে টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমানসহ টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের চিকিৎসকগণ, উর্দ্ধতন কর্মকর্তা,মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ গ্রহণ করেন। অতিথিবৃন্দ সেমিনার শেষে টিএমএসএস মেডিকের কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে একই বিষয়ে সেমিনারে এ্যাপোলো হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তারগণ টিএমএসএস মেডিকেল কলেজের আরপি, আরএস, রেজিষ্ট্রার, সহকারী রেজিষ্ট্রার,মেডিকেল অফিসার,ইন্ট্রার্ণ চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ গ্রহণ করেন। শেষে অতিথিবৃন্দ টিএমএসএস এর উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন।