ঘটনা ভোর পাঁচার দিকে: শ্রমিকরা তখন মেসে ঘুমিয়ে ছিল

কুমিল্লায় ইটভাটায় কয়লা বোঝাই ট্রাকের ব্যাক গিয়ার: প্রাণ গেল নীলফামারির ১৩ শ্রমিকের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০১৯ ০৬:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৯ বার।

কুমিল্লায় কয়লা বোঝাই একটি ট্রাকের ব্যাক গিয়ারে মেসে ঘুুমিয়ে থাকা ইট ভাটার ১৩ শ্রমিক নিহত হয়েছেন। ট্রাকের টাকায় পিষ্ট হয়ে আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার ভোর পাঁচার দিকে কাজী অ্যান্ড কোং নামে ইটভাটায় ওই দূর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নীলফামারি জেলার জলঢাকা উপজেলায়।

নিহতরা হলেন- মো. সেলিম (২৮), কনক চন্দ্র রায় (৩৫), মোরসালিন (১৮), রনজিত চন্দ্র রায় (৩০), বিকাশ চন্দ্র রায় (২৮), মৃনাল চন্দ্র রায় (২১), অমৃত চন্দ্র রায় (২০), দীপ চন্দ্র রায় (১৯), শঙ্কর চন্দ্র রায় (২২), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯),  বিপ্লব (১৯), অরুন চন্দ্র রায় (২৫) ও মাসুম (১৮)।  খবর প্রথম আলো ও সমকাল অনলাইন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইটভাটার একটি ট্রাক ভোর পাঁচটার দিকে কয়লা নিয়ে এসেছিল। ইটভাটায় ঢুকে ব্যাক গিয়ার করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি উল্টে গিয়ে শ্রমিকদের মেসের ওপর গিয়ে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মেসে ১৫ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, ঘটনাস্থলেই ১২জন নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও এক জনের মৃত্যু হয়। নিহতেরদলাশ ময়নাতদন্তের জন্য বেলা ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।