শেরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে -এমপি হাবিবর রহমান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০১৯ ১৩:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য  হাবিবর রহমান বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে বর্তমান সরকার অঙ্গিকারাবদ্ধ। সরকার সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথমদিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই এই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হবে। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। শনিবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সাইমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুসলীম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহজামার সিরাজী, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুম খান, অত্র ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, স্থানীয় আ.লীগ নেতা শাহজাহান আলী সাজা, জুলফিকার আলী, এমপির পিএস কোরবান আলী মিলন এবং যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক। পরে প্রধান অতিথি হাবিবর রহমান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।