নওগাঁ সরকারি কলেজে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা কেন্দ্র চালু

মুজাহিদুল ইসলাম জাহিদঃ
প্রকাশ: ১৯ জুলাই ২০১৮ ১৪:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৭২ বার।

নওগাঁ সরকারি কলেজে ‘বাংলা ভাষা ও সাহিত্য চর্চা কেন্দ্র’ নামে সৃজনশীল একটি শিক্ষা মাধ্যম চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মোস্তাফিজার রহমান-এর উদ্বোধন করেন।
নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. বেলাল হোসেন জানান, বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি সব বিভাগের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে লেখালেখি, হতে পারে সেটা গল্প কিংবা কবিতা-এসবের মাধ্যমে যেন নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরতে পারে সেই চেষ্টাও থাকবে।
এক সময়ের মহকুমা শহর নওগাঁয় কলেজটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হলেও এটির জন্মবেদনা শুরু হয় তার ৩ বছর আগে ১৯৫৯ সালে। পরবর্তীতে ১৯৮০ সালে এটি জাতীয়করণ করা হয়। তখন থেকেই কলেজটির নামকরণ ‘নওগাঁ সরকারি কলেজ’ হয়। বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাশ কোর্স), ১৪টি বিষয়ে স্নাতক সম্মান এবং আরও ১০টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। কলেজটিতে প্রায় ২২ হাজার শিক্ষার্থী এবং ৯৩জন শিক্ষক রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মোস্তাফিজার রহমান বাংলা ভাষা ও সাহিত্য চর্চা কেন্দ্র চালুর প্রশংসা করেন। কবিতা আবৃত্তি, গান এবং নাটকের সংলাপের মাধ্যমে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, মনের অন্ধকার দূর করা এবং আলোকিত মানুষ হিসেবে নিজেকে বিকশিত করতে হলে বাংলা সহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করতে হবে এবং সাহিত্য চর্চা করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. বেলাল  হোসেন বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশেষ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিসিএস পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক অনেক প্রশ্ন থাকে। তখন যারা বাংলা বিভাগের ছাত্র কেবল তারাই ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কিন্তু অন্য বিভাগের শিক্ষার্থীদের হিমশিম খেতে হয়। তো অন্য বিভাগের শিক্ষার্থীরা যাতে সহজেই এগুলোর উত্তর লিখতে পারে সেই চিন্তাও আমাদের মাথায় কাজ করেছে।’ তিনি জানান, শুধু নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরাইন নন বাংলাদেশের যে কোন কলেজের শিক্ষার্থীরা ওই কেন্দ্রের সহায়তা নিতে পারেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এস এম মোজাফফর হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মুহম্মদ বেলাল হোসেন, বাংলা বিভাগের ড. মোঃ শামসুল আলম, আবু ইসহাক, সারওয়ার জাহান, মামুনুর রশিদ, প্রাণীবিদ্যা বিভাগের জাহিদা বেগম, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও কলেজ ছাত্রলীগ নেতা রিয়াজ এবং সিজার। উদ্বোধনী পর্বটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষক রেশমা পারভিন ও বিলকিস আক্তার।