উপজেলা পরিষদ নির্বাচন

ধুনটে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ২৪জন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০১৯ ১২:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮৮ বার।

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছেন ২৪জন নেতাকর্মী। এরমধ্যে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫জন রয়েছেন। 

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আমানুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, সহসভাপতি রেজাউল ইসলাম, কুদরত-ই খুদা জুয়েল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর রহমান, মাসুদুল হক বাচ্চু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ। 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির বিপুল, মহসিন আলম মিন্টু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, ধুনট ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফেরদৌস আলম শ্যামল ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলম মোর্তজা। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথী, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, সাধারণ সম্পাদক সুলতানা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক জ্যোসনা খাতুন ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সীমা আকতার। 

রোববার ধুনট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের প্রার্থীতা ঘোষণা করেন। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু প্রধান অতিথি হিসেবে, সংসদ সদস্য হাবিবর রহমান বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। বর্ধিত সভায় প্রথম অধিবেশনে দলীয় নেতাকর্মীদের সামনে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। পরে মনোনয়ন প্রত্যাশী ও তৃণমুণ নেতৃবৃন্দের অংশ গ্রহনে দলীয় প্রার্থী নির্ধারনে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।