প্রতিদিন সাড়ে ৩ হাজারেরও বেশি পাঠক পড়ছেন

লাখো পাঠক মিলেছেন ‘পুণ্ড্রকথা’য়

বিশেষ রিপোর্ট
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০১৯ ১৩:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮২ বার।


বগুড়া থেকে প্রকাশিত অনলাইন দৈনিক ‘পুণ্ড্রকথা’র পাঠক ক্রমেই বাড়ছে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারির ২৭ দিনে পাঠক সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। বছরের প্রথম প্রহর থেকে ২৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৭ দিনে ‘পুণ্ড্রকথা’ পড়েছেন ১ লাখ ১ হাজার ৪৭৪জন পাঠক। অর্থাৎ শুধু জানুয়ারি মাসেই প্রতিদিন গড়ে ৩ হাজার ৭৫৮ মানুষ ‘পুণ্ড্রকথা’ পড়েছেন। এর আগের মাস অর্থাৎ ২০১৮ সালের ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত ‘পুণ্ড্রকথা’ পড়েছেন ৬৬ হাজার ৮৪১জন পাঠক। অর্থাৎ মাত্র এক মাসেরও কম সময়ের ব্যবধানে নতুন এই অনলাইন দৈনিকের পাঠক বেড়েছে ৫২ দশমিক ৬০ শতাংশ।
বাংলাদেশের উত্তরের জনপদ- আড়াই হাজার বছর পূর্বে যার নাম ছিল ‘পুণ্ড্রবর্ধন’। প্রাচীন সেই জনপদের রাজধানী ‘‘পুণ্ড্রকথা’ গড়ে উঠেছিল আজকের বগুড়ার মহাস্থানগড়ে। ‘পুণ্ড্রবর্ধন’ এবং তার রাজধানী ‘পুণ্ড্রনগর’-এর ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি এবং এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ ও তাদের উন্নয়ন ও বঞ্চনার কথা বাংলাভাষী প্রতিটি মানুষের কাছে তুলে ধরার প্রয়াসের নাম ‘পুণ্ড্রকথা’।’

প্রতিশ্রুতিশীল একদল মানুষ- যাঁরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশকে সমৃদ্ধ একটি দেশ হিসেবে দেখতে চান তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তথ্য ও খবরের নেশায় ছুটে বেড়ানো এক ঝাঁক তরুণের মিলিত প্রচেষ্টায় ২০১৮ সালের ১৮ মে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হয় ‘পুণ্ড্রকথা’র। সেই থেকে ২৭ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত ২৮৪ দিনে পৌণে ৫ লাখেরও বেশি মানুষ  পড়েছেন।
পূর্ণাঙ্গ একটি দৈনিক হিসেবে নিজেকে প্রস্তুত করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা নবীন এই দৈনিকটির ফেসবুক পেজে লাইক এবং শেয়ারের সংখ্যাও দিন দিন বাড়ছে। অভাবনীয় সাড়া পড়েছে ‘পুণ্ড্রকথা’র ইউটিউব চ্যানেলে, আগ্রহ সৃষ্টি করেছে টুইটারেও।
আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বেই পাঠকদের কাছ থেকে এমন অভূতপূর্ব সাড়া পাওযায় ‘পুণ্ড্রকথা’ কর্তৃপক্ষ দারুণ উজ্জীবিত। উদ্যোক্তা পরিষদের পক্ষ থেকে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ‘এতটা সমর্থন জানানোয় আমরা কৃতজ্ঞ। আপনাদের সমর্থন এটাই বলে দিচ্ছে যে, পুণ্ড্রকথা সঠিক পথেই এগুচ্ছে। আপনাদের সহযোগিতা নিয়ে পুণ্ড্রকথাকে আমরা আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে চাই। আশা করি মূল্যবান পরামর্শ দিয়ে আপনারা পুণ্ড্রকথাকে আরও এগিয়ে নিবেন।’

খুব শিগগিরই ‘পুণ্ড্রকথা’র আনুষ্ঠানিক উদ্বোধন হবে জানিয়ে উদ্যোক্ত পরিষদের বিবৃতিতে পাঠকদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘আপনাদের সমর্থন নিয়ে আমরা পুণ্ড্রকথাকে একবিংশ শতাব্দীর পূর্ণাঙ্গ দৈনিক হিসেবে গড়ে তোলার কাজে সক্রিয় রয়েছি। আশা করছি খুব শিগগিরই আপনাদের জানিয়ে সব শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে পুণ্ড্রকথার আনুষ্ঠানিক পথচলা শুরু হবে।’