বগুড়ায় পুলিশ সেবা সপ্তাহ উদযাপন

দোস্ত আউয়াল
প্রকাশ: ২৭ জানুয়ারী ২০১৯ ১৩:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৯৩ বার।

বগুড়ায় পুলিশ সেবা সপ্তাহ পালন করেছে ট্যুরিস্ট পুলিশ (টিপি) বগুড়া জোন। রোববার বেলা ১১ টায় মহাস্থানের পর্যটন স্পট থেকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর পর্যন্ত র‍্যালির আয়োজন করা হয়। ওই র‍্যালিতে নেতৃত্ব দেন টিপি বগুড়া জোনের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান। তিনি পুন্ড্রকথাকে জানান, সারাদেশে পুলিশ সপ্তাহের অংশ হিসেবে পর্যটকদের নিরাপত্তা ও বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। 
ট্যুরিস্ট পুলিশ  বগুড়া জোন ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। মহাস্থান গড়ের ঐতিহাসিক নিদর্শন গোকুলের  বেহুলার বাসর ঘর, শিবগঞ্জের ভাসুবিহারে দেশি বিদেশী পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে এই সংস্থাটি। 
টিপি বগুড়া জোনের সহকারি উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক পুণ্ড্রকথাকে জানান, ২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়া জোনের আওতাধীন দিনাজপুর, নীলফামারী ও রংপুরে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।