যে কারণে ড. কামালের দেশে ফিরতে দেরি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০১৯ ০৬:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের রোববারই দেশে ফেরার কথা ছিল।কিন্তু তিনি দেশে ফেরেন নি।

 

জানা গেছে, স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে ড. কামালের দেশে ফেরা বিলম্ব হচ্ছে।জটিলতা কাটিয়ে উঠতে পারলে আজ সোমবার রাতে তিনি দেশে ফিরতে পারেন।

জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং তার স্ত্রীর দেশে ফেরার কথা ছিল। কিন্তু ড. কামাল হোসেনের স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত কারণে রোববার রাতে তারা দেশে ফিরতে পারেননি। সোমবার পাসপোর্টের সমাধান করে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।

 

গত ১৯ জানুয়ারি চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড. কামাল হোসেন।

চিকিৎসা শেষে রোববার রাত ১২ টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল ড. কামালের।

 

এর আগে ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাক্তিগত কাজে তিনি সিঙ্গাপুরে যান।