শেরপুরে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন

অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে-এমপি হাবিবর রহমান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০১৯ ১২:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২০ বার।

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শেরপুর থানা পুলিশের আয়োজনে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের বাসষ্ট্যান্ডে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি হাবিবর রহমান বিগত বছরগুলোতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করে বলেন, সুশৃঙ্খল এই বাহিনীকে আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। যাতে করে সমাজে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সব অন্যায় দূর করা সম্ভব হয়। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। শেষে পুলিশ আর জনগণ বন্ধু হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান  হাবিবর রহমান।
 

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার, সহসভাপতি  মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড. তোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম, আ.লীগ নেতা মকবুল হোসেন, শাহজামাল সিরাজী এবং পিএস কোরবান আলী মিলন।

 র‌্যালিতে পুলিশের বিভিন্ন পর্যায়ে সদস্য, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।