টাইগারদের ফেভারিট মেনেই খেলবে ক্যারিবিয়ানরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২১ ০৪:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫ বার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি'র কোভিড প্রোটোকলে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ হেড কোচ ফিল সিমন্স। করোনার অযুহাতে কেন দলের তারকা ক্রিকেটাররা সফরে এলো না, এ প্রশ্ন এড়িয়ে গেছেন ক্যারিবিয়ান কোচ। ঘরের মাটিতে টাইগাররাই ফেভারিট। তবে অভিজ্ঞ সদস্য না থাকলেও, তারুণ্যের শক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে জয় আদায় করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
আগেও বহুবার আসা হয়েছে তবে বাংলার মাটিতে এবারের আসাটা বিশেষের চেয়েও বেশি কিছু। করোনার অনাকাঙ্খিত বিরতির পর প্রথমবার আন্তর্জাতিক সার্কিটে ফিরছে টাইগাররা। ঢাকায় পৌঁছে ক্যারিবিয়ানরা আছেন তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। সফরের প্রথম প্রেস কনফারেন্সটা তাই নিউ নরমালের নিয়মেই সারলো অতিথিরা।

এই দলটার তারকা ক্রিকেটারদের বড় একটা অংশ বাংলাদেশের কোভিড পরিস্থিতির দোহাই দিয়ে নাম প্রত্যাহার করেছেন সফর থেকে। তাতে আপত্তি নেই। তবে আক্ষেপটা বাড়ে যখন টি-টেন কিংবা বিগব্যাশে দেখা যায় সেই ক্রিকেটারদেরই। মহামারীতে বায়ো বাবলে খেলা অভিজ্ঞতম দলটা বিসিবি'র কোভিড প্রোটোকল নিয়ে সন্তুষ্টির কথা জানালেও, দেননি পোলার্ড-পুরানদের বক্তব্যের কোনো যথার্থ ব্যাখ্যা।

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ফিল সিমন্স বলেন, এখানকার কোভিড প্রোটোকল সন্তসজনক। ইংল্যান্ড-নিউজিল্যান্ডেও আমরা খেলে এসেছি। সব জায়াগায় এই নিয়মগুলো প্রায় একই ধরণের। আর কোনো ক্রিকেটার আসতে না চাওয়ার সিদ্ধান্তটা তার ব্যক্তিগত। এটা ঠিক নাকি ভুল সেই ব্যাখ্যা আমার দেয়া উচিৎ হবে না।

কথাটা মনোপুত না হলেও, উইন্ডিজ কোচের পরের বক্তব্য নিশ্চয় মনে ধরবে টাইগার ভক্তদের। ঘরের মাটিতে সাকিব-তামিমদেরই ফেভারিট মানছেন ফিল সিমন্স। তবে তরুণ ব্যাটালিয়ন নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ভুল করেননি।

বললেন, ক্রিকেটে সব দলই নিজেদের মাটিতে দারুণ খেলে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। তাদের বেশ কয়েকজন বিশ্বমানের অভিজ্ঞ ক্রিকেটার আছে। তবে তারুণ্যের একটা ক্ষুধা থাকে। দলে কারা আছে সেটা মূখ্য নয়। মাঠে তাদের পারফরম্যান্স আর মনোভাবটাই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ছেলেরা ভালো খেলতে মুখিয়ে আছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।

নিয়মানুযায়ী ২য় দফায় কোভিড পরিক্ষায় নেগেটিভ আসলে শুক্রবার হোম অব ক্রিকেটে অনুশীলনে নামবে ক্যারিবিয়ানরা।