সমকাল সুহৃদের আয়োজনে ‘ফেস টু দ্যা সাকসেসফুল বিজনেস পার্সনস’

বগুড়ার শীর্ষ ৩ ব্যবসায়ী-শিল্প মালিক ক্ষুদে উদ্যোক্তাদের শোনালেন সফলতার গল্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২১ ১৫:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১৯ বার।

বগুড়ায় সমকাল সুহৃদ সমাবেশের সঙ্গে যুক্ত হওয়া স্কুল-কলেজ পড়ুয়া ১৯জন উদ্যোক্তাকে ব্যবসায় সফল হওয়ার কৌশল শেখালেন জেলার শীর্ষ তিন ব্যবসায়ী-শিল্প মালিক। ব্যবসা করতে গেলে পরিশ্রমের পাশাপাশি ধৈর্য্য এবং সততারও যে প্রয়োজন রয়েছে সেকথাও মনে করিয়ে দিলেন তারা। 
বুধবার বিকেলে বগুড়া শহরের স্থানীয় একটি হোটেলে আয়োজিত ‘ফেস টু দ্যা সাকসেসফুল বিজনেস পার্সনস’ অনুষ্ঠানে জেলার শীর্ষ তিন ব্যবসায়ী-শিল্প মালিক ক্ষুদে উদ্যোক্তাদের মুখোমুখি হন। 
সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার উদ্যোগে ভিন্নধর্মী ওই আয়োজনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বামমা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু ও খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘খাজা কনফেকশনারী’র ব্যবস্থাপনা পরিচালক বায়েজিদ শেখ। 
ওই একই অনুষ্ঠানে ১৩ শিক্ষার্থীকে ‘সুহদ শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়। এছাড়া জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক আলোচিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বগুড়ার সুহৃদ জান্নাতুল ফেরদৌস মুমুকে সংবর্ধনা জানানো হয়। পুরো আয়োজনে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সহ-সভাপতি সাজিয়া আফরিন সোমা। সঞ্চালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সাধারণ সম্পাদক অরূপ রতন শীল।
বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পড়–য়া ১৩ শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে ২০২০ সালের আগস্ট মাসে ‘গিফটি’ নামে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রথম উদ্যোগে সাড়া পাওয়ার পর তাদের সঙ্গে একে একে আরও ৬ শিক্ষার্থী যুক্ত হয় এবং  পরবর্তীতে ‘ডাকবন্ধু’ এবং ‘উড়াল’ নামে আরও দু’টি প্রতিষ্ঠান গড়ে তোলে। 
ক্ষুদে উদ্যোক্তারা জানিয়েছে, তারা কখনো চাকরি করবে না বরং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিবে। তারা এরই মধ্যে পাঠক নন্দিত জাতীয় দৈনিক সমকাল-এর পাঠক সংগঠন ‘সমকাল সুহৃদ সমাবেশ’ এর বগুড়ার সদস্য হয়েছেন।
ক্ষুদে ওই উদ্যোক্তারা যাতে ব্যবসায় সফল হতে পারেন সে জন্য সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে ‘ফেস টু দ্যা সাকসেসফুল বিজনেস পার্সনস’ কর্মসূচী নেওয়া হয়। তাদের মুখোমুখি হয়ে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোক্তা তৈরির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে গিয়ে ‘আমিই আমার বস হবো’- এমন মানসিকতা গড়ে তোলারও তাগিদ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই আহবানে সাড়া দিয়ে তোমরা এগিয়ে এসেছো সেজন্য চেম্বারের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাই। তোমরা এগিয়ে যাও বগুড়া চেম্বার সব সময় তোমাদের পাশে থাকবে।’
অপর শীর্ষ ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ‘ব্যবসায় সফলতা পেতে হলে পরিশ্রমের সঙ্গে ধৈর্য্য এবং সততার প্রয়োজন রয়েছে। এই তিনটি জিনিস অনুসরণ করতে পারলে অবশ্যই সফলতা আসবে।’ শিল্প মালিক বায়েজিদ শেখ তার বক্তৃতায় বলেন, ‘ব্যবসা করতে গেলে অনেক ধরনের ঝুঁকি আসবে। কিন্তু ভয় পেলে চলবে না। ব্যবসায় শুধু লাভ নয় লোকসানও থাকবে।  এটা মেনে নিয়েই এগুতে হবে।’ পরে উদ্যোক্তারা ব্যবসার নানা খুঁটিনাটি দিক সম্পর্কে তিন শীর্ষ ব্যবসায়ীর কাছে প্রশ্ন করেন।
ক্ষুদে উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহরিয়ার সিয়াম, আব্দুল্লাহ আল ফাহিম, মাহফুজ আহমেদ, নূর নাসিম, এস এম মারুফ আহমেদ, মুশফিক তালুকদার নিলয়, তামিম আহমেদ, গুলজাহান স্মরণী, মারুফা ইয়াসমিন, আনিকা তাবাসসুম, পালকী, তাসমিয়াহ্ আলম, আব্দুল্লাহ আল মুকিত, আহবাব হোসেন সুজয়, বর্ষণ রায়, হিমেল দাস, আল মাহবুব সিয়াম, রাতিন ও কাজী সাব্বির আহমেদ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে শাহরিয়ার সিয়াম নিজেকে সমকাল সুহৃদের একজন গর্বিত সদস্য উল্লেখ করে বলে, ‘তিনজন শীর্ষ ব্যবসায়ী-শিল্প মালিকের কাছাকাছি যাওয়ার সুযোগ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তারা যেসব পরামর্শ দিয়েছেন আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করবো।’
অনুষ্ঠানে ‘সুহৃদ শিক্ষা বৃত্তি’ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আহসান হাবিব, আতিক হোসেন, রোকসানা খাতুন, বাব্বান আল নাসিন, অসীম কুমার, সুস্মিতা ঘোষ, আব্দুর রহমান, আনিকা খাতুন, শাহনাজ আক্তার, মোস্তফা হোসাইন, আশফিকা জান্নাত আরবি, রাফিয়া রুবইয়া রাফা ও নওশিন তারানুম তাসমি। শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মধ্যে রোকসানা খাতুন সমকাল সুহৃদ সমাবেশের এই উদ্যোগের প্রশংসা করে বলে, বৃত্তির এই টাকা তার পড়ালেখার জন্য অনেক সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার উপদেষ্টা আসাদুল হক কাজল, সাবেক সভাপতি মুন্সি তারিকুর আলম ডলার, সমকালের বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ, স্টাফ রিপোর্টার এস এম কাওসার, সুহৃদ সমাবেশ বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের ও সুমন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল হক, সমাজ কল্যাণ সম্পাদক সুরঞ্জিত কুমার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেসা ইতি, অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক আকতারুজ্জামান সোহাগ, নির্বাহী সদস্য জাকির আরেফিন শুভ, ফজলুল হক বাবলু, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কারিম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক সামিউল হাসিব সম্পদ।