২০ বছর ভুল সাজা খাটা আসামিকে খালাস দিলেন সুপ্রিমকোর্ট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২১ ১৭:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৬ বার।

দুই যুগ আগের একটি হত্যা মামলার বিচার প্রক্রিয়াকে 'বড় ভুল' আখ্যা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি আসামিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।   

১৯৯৬ সালে যশোরের শার্শায় এক নরসুন্দরকে হত্যার দায়ে, একই এলাকার ১৬ বছরের আরেক  নরসুন্দর শফিকুল ইসলামসহ তিনজনকে ২০০০ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। হাইকোর্টেও এই রায় বহাল থাকে।

পরে দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম আপিল করলে ওই মামলার বিচার প্রক্রিয়াকে 'বিগ মিসটে'ক বলে উল্লেখ করেন আপিল বেঞ্চ। পাশাপাশি আসামি শফিকুল ইসলামকে খালাসের আদেশ দেন আদালত।