জামিন পেলেন বাউল শিল্পী রিতা দেওয়ান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২১ ১৭:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬২ বার।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বাউল শিল্পী রিতা দেওয়ান। বুধবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে সকাল আনুমানিক ১১টার দিকে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন আসামি রিতা দেওয়ান। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন।

জানা গেছে, পালাগানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করেন রিতা দেওয়ান। সামাজিক যোগযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নেটিজেনদের অনেকেই তার বিচার দাবি করেছিলেন। তারপর ২০২০ সালের ২ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে রিতা দেওয়ানসহ আরও দুজনকে আসামি করে মামলা করেন অ্যাডভোকেট ইমরুল হাসান।

তদন্তে অভিযোগের সত্যতা পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। পরে ২ ডিসেম্বর সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।