১৩ জানুয়ারিঃ এক নজরে বগুড়া

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২১ ১৮:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

বগুড়ার প্রতিদিনের উল্লেখযোগ্য সব ঘটনা নিয়ে নতুন বছরে পুণ্ড্রকথা'র বিশেষ আয়োজন। এক নজরে দেখে নিন আজকের (বুধবার) উল্লেখযোগ্য ঘটনাগুলো।

১. ৬ দিন পেরিয়ে গেলেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়নি করোনা পরীক্ষা। 
২. মোটর মালিক কর্মকর্তা পদে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৫ এপ্রিল।
৩. ধুনটে বিদ্রোহী প্রার্থী বাদশাহকে স্থায়ী বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
৪. শেরপুরে চাঞ্চল্যকর হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৫. শিবগঞ্জে ৬ ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৬. শাজাহানপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে র‍্যাব।
৭. শেরপুরে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যম্পে ভাংচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
৮. সান্তাহারে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের মামলায় শ্রমিকদলের নেতা গ্রেফতার হয়েছে।
৯. শাজাহানপুরে শীতবস্ত্র পেয়েছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। 
১০. মাটিডালির ২য় বাইপাসে কাভার্ড ভ্যানের চাপায় আব্দুল ফকির (৭০) নামে রাজাবাজারের নৈশ্য প্রহরীর মৃত্যু হয়েছে।