রাবার স্টাম্পে পরিণত হয়েছে নির্বাচন কমিশন: রিজভী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১ ১২:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬০ বার।

বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহল কবির রিজভী বলেছেন, ‘সারাদেশে নির্বাচনকে কেন্দ্র করে যে সন্ত্রাসী ঘটনাগুলো ঘটছে- শুধু করচুপি নয়, ভোট ডাকাতি, ভোট সন্ত্রাস, বিরোধী পক্ষের ভোটাররা কেন্দ্রে যেতে না পারে এবং কর্মীরা যাতে প্রচার-প্রচারণা চালাতে না পারে-এজন্য সব ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারি দলের লোকরা করছে পুলিশের ছত্রছায়ায়।’

তিনি বলেন, ‘এ বিষয়ে স্থানীয় রিটার্নিং অফিসারকে যখন কমপ্লেইন করা হয় তারা নির্বিকার থাকেন। এটা যখন ফরওয়ার্ড করা হয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে, তিনি এ বিষয়ে কোন কথা বলেন না। তিনি নিশ্চুপ থাকেন। কারণ শেখ হাসিনা তার মনের মতো লোক নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনটাই এখন পরিণত হয়েছে শেখ হাসিনার রাবার স্টাম্পে। অর্থ্যাৎ, যত অবৈধ ফলাফলকে বৈধতা দেওয়ার জন্য এটা একটা সিলমোহর হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন কেএম নুরুল হুদার নেতৃত্বে।’ খবর সমকাল অনলাইন 

শনিবার কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

চলমান পৌরসভার নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি নিয়ে দুপুরে তাৎক্ষণিকভাবে ডাকা এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি'র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু ও সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রুহল কবির রিজভী গত বুধবার রাতে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়া এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়িতে আসেন। এরপর তিনি শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে এখান থেকে চলে যান।