বগুড়ায় শীতার্তদের পাশে দাঁড়ালেন সবুজ স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১ ১৩:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৩ বার।

শৈত্য প্রবাহে হাড় কাঁপানো শীত, জবুথবু জনজীবন, গরম কাপড়ের প্রত্যাশায় তাকিয়ে আছেন বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের দুঃস্থ নারী-পুরুষ। অপেক্ষমান শীতার্তদের পাশে এসে দাঁড়ালেন সবুজ স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন। ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় শনিবার এসব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সবুজ স্বপ্ন সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান লাখিন আহম্মেদ এসব শীতবস্ত্র বিতরণকালে বলেন, স্রষ্টার নৈকট্য পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে। মানবতার চেয়ে বড় ধর্ম আর নেই। যে সমস্ত ব্যক্তি মানব সেবায় নিজেকে বিকিয়ে দিয়েছে তারাই অমর হয়ে আছে মানুষের হৃদয়ের মনিকোঠায়। প্রত্যেক মানুষের স্বপ্ন এমন হওয়া উচিত ঘুম থেকে উঠে দুঃস্থদের পাশে দাঁড়াব। সমাজের বিত্তবানদের এমন মানসিকতা সৃষ্টির মধ্য দিয়ে দুখী মানুষদেরকে জনসম্পদে পরিনত করা ও দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা সম্ভব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খাইরুল বাশার, ফরহাদ চৌধুরী, রাকিব, কাইছার আলম ও সাজিদা আফ্রিন।