সিরাজগঞ্জে তিনটিতে আওয়ামী লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১ ১৫:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮ বার।

সিরাজগঞ্জের পাঁচটি পৌরসভার নির্বাচনে সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়ায় আওয়ামী লীগ ও বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

শনিবার ভোটগ্রহণ শেষে তারা বেসরকারিভাবে নির্বাচিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন।

এদিকে, কাজিপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগেই আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হান্নান নির্বাচিত হয়েছেন।

শনিবার এই পৌরসভায় শুধু কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

সিরাজগঞ্জর সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম নজরুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান এবং বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল হক রেজা নির্বাচিত হয়েছেন।