নন্দীগ্রামে পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ, র‌্যাব মোতায়েনের দাবি বিএনপি প্রার্থীর

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২১ ১৭:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৮ বার।

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত তার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতিরিক্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) মোতায়েন করার দাবি জানান। শনিবার (১৬ জানুয়ারি) নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার বরাবরসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত।

অভিযোগে উল্লেখ করা হয় ১১ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আমি নির্বাচনী প্রচারণা শুরু করি। যার অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানো হয়েছিল। সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া আমিসহ আমার কর্মী সমর্থকদের ভয়-ভীতি ও নির্বাচনী মাইকিং কাজে বাধা প্রদান করা হচ্ছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্থানীয় প্রশাসনের পাশাপাশি অতিরিক্ত র‌্যাব মোতায়েন করার দাবি তার।

এ বিষয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।