ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে,কারিগরি শিক্ষার বিকল্প নাই-এসটিইপি‘র উপ-প্রকল্প পরিচালক ফখরুল কবীর

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০১৯ ১০:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১০ বার।

'ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে,কারিগরি শিক্ষার বিকল্প নাই। কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশের জনসংখ্যাকে জন সম্পদে পরিণত করতে হবে। সনাতন পদ্ধতিতে পড়াশুনা করে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদেরকে কর্মমূখী করতে না পারলে দেশে দারিদ্রের হার কমবে না,এসডিজি অর্জন হবে না। তাই সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কাউকে বেকার বসে থাকতে হয় না। দেশে ও বিদেশে চাকুরীর সুযোগ রয়েছে।'

মঙ্গলবার বগুড়ার নওদাপাড়ায় মম ইন কনফারেন্স হলে টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) আয়োজিত “সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে কারিগরি শিক্ষার গুরুত্ব” বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সরকারের উপ-সচিব ও স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) এর উপ-প্রকল্প পরিচালক ফখরুল কবীর। এর আগে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে বগুড়া শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক  ফয়েজ আহামদ।

টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আমান উদ্দিন মন্ডল প্রমূখ। মাল্টিমিডিয়া প্রেজেনটেশনের মাধ্যমে কি নোট উপস্থাপন করেন স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (এসটিইপি) এর কমিউনিকেশন কনসালটেন্ট জিল্লুর রহমান এবং বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন। সার্বিক দায়িত্বপালন করেন টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) এর অধ্যক্ষ জি.আর.এম মাসুদ রানা। সেমিনারে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।