জেলা গোয়েন্দা শাখার চমক

বগুড়া জেলা পুলিশের যারা পেলেন বিপিএম এবং পিপিএম পদক

অরূপ রতন শীল
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০১৯ ১২:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯২ বার।

সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য বগুড়ায় জেলা পুলিশের ৬ জন পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ মেডেল-বিপিএম ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল-পিপিএম  পদক পেয়েছে। মঙ্গলবার উপসচিব ফারজানা জেসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।বিপিএম (সাহসিকতা) ২০০০ টাকা, বিপিএম (সেবা) ১৫০০ টাকা, পিপিএম (সাহসিকতা) ১৫০০ টাকা এবং পিপিএম (সেবা) ১০০০ টাকা  করে পদকপ্রাপ্ত সদস্যরা  আজীবন মাসিক ভাতা পেয়ে থাকবেন। 

বিপিএম সেবা ক্যাটাগরিতে পদক লাভ করেছেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এবং জেলা গোয়েন্দা শাখার নূরে আলম সিদ্দিকী।
এছাড়াও পিপিএম ক্যাটাগরিতে পদক পেয়েছেন জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এবং জেলা গোয়েন্দা বিভাগের  পুলিশ পরিদর্শক আসলাম আলী, একই বিভাগের এএসআই রুহুল আমিন এবং মিন্টু মিয়া। 


গত বছরে নিজেদের পেশায় অসীম সাহসিকতা ও বীরত্বমূলক কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পুলিশের ৪০জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেয়া হয়েছে।


এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় ১০৪জনকে বিপিএম-সেবা ও ১৪৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম-সেবা প্রদান করা হয়েছে।