তৃতীয়বারের মতো স্পিকার হিসেবে শপথ নিলেন শিরীন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারী ২০১৯ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

একাদশ জাতীয় সংসদে ফের স্পিকারের দায়িত্ব পেলেন ড. শিরীন শারমিন চৌধুরী। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ফের নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়। স্পিকার হিসেবে একমাত্র ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার প্রস্তাব সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। 

পরে ডেপুটি স্পিকার নিয়ম অনুযায়ী স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম সংসদে কণ্ঠভোটে দেন। সেই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পাশের ছিটেই বসে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

তবে একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ থাকায় তিনি উপস্থিত ছিলেন না। স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। এরপর সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্পিকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত করা হয়। সেখানে ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার নাম চূড়ান্ত হয়েছে বলে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার নিশ্চিত করেন।