শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যোদয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার প্রদান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০১৯ ১৫:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৪ বার।

স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ‘সূর্যোদয়’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার খামারকান্দি সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আবু সাঈদ ফকিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি এসএম ফেরদৌস রহমান। আর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলার প্রাক্তণ শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব, খামারকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আয়নাল হক, শিক্ষক আব্দুল হান্নান, আফছার উদ্দিন, শফিকুল ইসলাল, ইফতেখার আলম, সাজ্জাদুর রহমান রাজু, হাবিবুল্লাহ বেলালী, আব্দুল হালিম প্রামাণিক, মাছুদুর রহমান, হামিদ মোয়াজ্জেম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সভাপতি আবু সাঈদ ফকির জানান, স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যোদয় আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭২জন শিক্ষার্থী অংশ নেন। এরপর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩জন ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৪জনকে সনদপত্র ও পুরস্কৃত করা হয়।