২১টি পদের মধ্যে লালু-নয়ন পরিষদ ১৫টি পদে জয়ী

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে লালু সভাপতি নয়ন সা. সম্পাদক নির্বাচিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০১৯ ১৭:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৭৬ বার।

বগুড়া প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু এবং দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়নের নেতৃত্বাধীন লালু-নয়ন পরিষদ ২১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু রাতে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মোজাম্মেল হক লালু পেয়েছেন ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন নিউজের বগুড়া ব্যুরো প্রধান চপল সাহা পেয়েছেন ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহমুদুল আলম নয়ন পেয়েছন ১৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক আবুল কালাম আজাদ ঠাণ্ডা পেয়েছেন ৩৭ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে যোহরের নামাজের বিরতি দিয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ক্লাবের ১৯৯ সদস্যের মধ্যে ১৮৭জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। কার্য নির্বাহী কমিটির ২১টি পদের মধ্যে দপ্তর সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতিপূর্বে দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক শফিউল আযম কমলকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
অন্যান্য পদে বিজয়ীরা হলেনঃ সহ-সভাপতি (৩টি পদ) দৈনিক কালের খবরের আব্দুল মোত্তালেব মানিক (১১১ ভোট), আরটিভির জিএম সজল (৯৪) ও দৈনিক যুগান্তরের নাজমুল হুদা নাসিম (৮০); যুগ্ম সাধারণ সম্পাদক (২টি পদ) দৈনিক করতোয়ার মাসুদুর রহমান রানা (৯৮) ও দৈনিক সমকালের এস এম কাওসার (৭৯); কোষাধ্যক্ষ পদে দৈনিক নয়া দিগন্তের আবুল কালাম আজাদ (৯৩), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির জে. এম রউফ (৯২), ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশের ফটো সাংবাদিক জাফর আহম্মেদ মিলন (৯৩) ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক উত্তরকোণের সাইফুল ইসলাম (৯০) নির্বাচিত হয়েছেন।
কার্য নির্বাহী সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেনঃ দৈনিক বগুড়ার রেজাঊল হাসান রানু (১২৫), আলো প্রতিদিনের আব্দুস সালাম বাবু (১২১), আলো প্রতিদিনের সাজেদুর রহমান সিজু (১১৯), জিটিভির আমজাদ হোসেন মিন্টু (১০৫), দৈনিক বগুড়ার তোফাজ্জাল হোসেন (১০১), মুক্ত সকালের আব্দুর রহিম (৯১), প্রভাতের আলো’র সাজ্জাদ হোসেন পল্লব (৮৬), সবুর আল মামুন (৮৬) ও যমুনা টেলিভিশনের মেহেরুল হাসান সুজন (৮৩)।