শেরপুরে নিরাপদ খাদ্য দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প বিকল্প নেই’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্থানীয় গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির, আ.লীগ নেতা শাহজামাল সিরাজী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন-উর-রশিদ, উপজেলা ভেটেরেনারী সার্জন ডা. রায়হান, চালকল মালিক সমিতির নেতা আবু তালেব আকন্দ, আব্দুল কুদ্দুস ভূঁইয়া কুদু এবং আব্দুল হামিদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই আগামিতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য যে কোন মূল্যে নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে সরকার।