বগুড়ার এসপি কন্যা আন্তর্জাতিক ‘মানসিক পাটিগণিত প্রতিযোগিতা’য় গ্র্যান্ড চ্যাম্পিয়ন

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৩ জুলাই ২০১৮ ১০:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩২ বার।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার কন্যা রাইসা তাবাসসুম রাশিয়ায় অনুষ্ঠিত ‘আলোহা মানসিক পাটিগণিত (Aloha Mental Arithmetic International  Competition) আন্তর্জাতিক প্রতিযোগিতা-২০১৮’-তে গ্রান্ড চ্যাম্পিয়ন হয়েছে। গত ২২ জুলাই দেশটির রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ১৭টিরও বেশি দেশের প্রতিযোগী অংশ গ্রহণ করে।এর মধ্য দিয়ে রাইসা তাবাসসুম ম্যাথ জিনিয়াস (Maths Genius) হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

মানসিক পাটিগণিত এমনই একটি বিষয় যেখানে ক্যালকুলেটর ছাড়াই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে হয়। যেহেতু ক্যালকুলেটর ছাড়া শুধু মন দিয়েই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয় তাই একে Mental Arithmetic বা মানসিক পাটিগণিত বলা হয়। পাঁচ মিনিটে ৭০টি গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। আন্তর্জাতিক ওই প্রতিযোগিতায় যে প্রতিযোগী ৭০ নম্বরের মধ্যে ৭০ অর্জন করতে পারে তাকেই কেবল ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ নির্বাচিত ঘোষণা করা হয়।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার স্ত্রী মিসেস রোমানা আশরাফ রোববার তাঁর মেয়ের ওই অর্জনের কথা জানিয়ে রোববার ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন। পুরস্কার গ্রহণের সময় মঞ্চে মেয়ের পাশে রোমানা আশরাফও ছিলেন। সোমবার বিকেল ৪টা পর্যন্ত ১৭ ঘন্টায় সেই পোস্টে ২১৮জনকে লাইক দিতে দেখা গেছে। স্ত্রীর দেওয়া সেই পোস্টটি বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা শেয়ার করেছেন।

আলী আশরাফ ভুঞা ও রোমানা আশরাফ দম্পতির এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম আহনাফ বিন আশরাফ। দুই সন্তানই  স্কলাসটিকাতে পড়ে। ছেলে পঞ্চম শ্রেণি এবং মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী।

মিসেস রোমানা আশরাফ জানিয়েছেন, তার কন্যা রাইসা তাবাসসুমের এটি দ্বিতীয় আন্তর্জাতিক পুরষ্কার গ্রহণ। তিনি তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।