৪ মার্চ সংরক্ষিত নারী আসনে নির্বাচন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৮ বার।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট হবে আগামী ৪ মার্চ।রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এতথ্য  জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচনের তফসিল ঘোষণা করে তিনি বলেন, এ নির্বাচনে অংশ নিতে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১২ ফেব্রুয়ারি বাছাইয়ের পর প্রত্যাহার করা যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মোট আসন পেয়েছে ২৫৭টি। সে হিসেবে দলটি সংরক্ষিত নারী আসন পাবে ৪৩টি।

এছাড়া জাতীয় পার্টি ২২টি আসনের বিপরীতে আসন পাবে ৪টি। মহাজোটের অন্যান্য দলের কোনোটি ৬টি বা তার বেশি আসন না পাওয়ায় তাদের কেউ এককভাবে  সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনয়ন দিতে পারবেন না।